খড়গপুর ১: বল খেললে কাদা হচ্ছে দেওয়াল, খড়্গপুরে গলা টিপে মারধর বাচ্চাদের, দাদু ও নাতির বিরুদ্ধে থানায় অভিযোগ এলাকাবাসীর
খড়গপুর পৌরসভা ৩৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী রেললাইন পাড়ে কালীমন্দির সংলগ্ন একটি মাঠে প্রতিনিয়ত খেলা করে বাচ্চারা। প্রতিদিনের মতো আজ রবিবারও সেই মাঠে ঢালাই বল নিয়ে খেলছিল বাচ্চারা। কিন্তু সেই বল খেলার ফলে বল লেগে কাদা হচ্ছিল দেওয়াল। নতুন রং করা দেওয়াল খারাপ হতেই চটলো মাথা। দাদু নাতি ঘর থেকে বেরিয়ে বেধরক মারধর করল বাচ্চাদের। গলাটিপে ধরে মারা হলো চড়-থাপ্পর ঘুষি।