সবং: বড়চাহারা এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হোলো এক রেশন ডিলার
বুধবার সকালে পশ্চিম মেদনীপুর জেলার সবং ব্লকের বড়চাহারা এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হল এক রেশন ডিলার। এলাকায়। বাড়ির পাশের এক জঙ্গলে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। খবর দেয়া হয় সবং থানায়। মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কি কারনে মৃত্যু তা খতিয়ে দেখছেস সবং থানার পুলিশ।