কেশিয়ারি: কেশিয়াড়ীর কানপুরে আদিবাসীদের জমি দখলের অভিযোগে প্রতিবাদে ভূমি দফতরে ডেপুটেশন দিল আদিবাসী জমি সুরক্ষা সমিতি
পশ্চিম মেদিনীপুরের কানপুরে আদিবাসী জনজাতির জমি বেআইনিভাবে দখল ও ক্রয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বুধবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীতে ভূমি দপ্তরের অফিসের ডেপুটেশন দিল আদিবাসী জনজাতির জমি সুরক্ষা সমিতি । ডেপুটেশনের পূর্বে ভূমি দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় প্লাকাড হাতে নিয়ে।