নন্দীগ্রাম ২: নন্দীগ্রাম-২ব্লক তৃণমূলকংগ্রেসের বিজয়া সম্মেলন নন্দীগ্রাম-২পঞ্চায়েত সমিতির সভাগৃহে অনুষ্ঠিত হয়,উপস্থিত দলের মুখপাত্র
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-২ব্লক তৃণমূলকংগ্রেসের বিজয়া সম্মেলন পঞ্চায়েতের সমিতির সভাগৃহে অনুষ্ঠিত হয়। উপস্থিত দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য,অসিত ব্যানার্জী,সুজিত কুমার রায় সহ অন্যান্যরা সভাপতিত্ব করেন ব্লক সভাপতি সুনীল বরণ জানা