ধর্মনগর: মন্ত্রী সুধাংশু দাসের পদত্যাগের দাবিতে এবং রাজ্যে নেশা কারবারিদের বিরুদ্ধে ধর্মনগর শহরে লালঝান্ডার মিছিল
মন্ত্রী সুধাংশু দাসের পদত্যাগের দাবিতে এবং রাজ্যে নেশা কারবারিদের বিরুদ্ধে ধর্মনগরে লালঝান্ডার মিছিলে শতাধিক জনগণের উপস্থিতি পরিলক্ষিত হয়। মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরে এমনি দৃশ্য পরিলক্ষিত হয়।