নাকাশিপাড়া: পশ্চিমবঙ্গ সামাজিক ন্যয় মঞ্চের আজ নাকাশিপাড়ার দুটি এরিয়ায় বিভক্ত হলো এই নিয়েএকটি আলোচনা সভা
আজ নাকাশিপাড়া বেথুয়াডহরি সুপারমার্কেটে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের পুরানো কমিটি বিভক্ত হয়ে নতুন কমিটি গঠন ও আলোচনা সভা। নাকাশিপাড়া তে দুটি। এরিয়ায় বিভক্ত হলো একটি উত্তর এবং দক্ষিণ এরিয়া ।পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের এই এরিয়ায় দুজন করে সম্পাদক নির্বাচিত হলেন। উত্তরের সম্পাদক ১৭ জনের প্রতিনিধিত্ব করবেন ভাস্কর বর্মন এবং দক্ষিণের ১৭ জনের প্রতিনিধিত্ব করবেন অশোক দালাল ।সেই কমিটি আজ গঠন হলো । এই নিয়ে একটি আলোচনা সভা হল।