মঙ্গলকোট: জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে রীতি মেনে কবিগানের আসর বসলো মঙ্গলকোটের দেবগ্রামে, ভীড় জমান বয়স্করা
রীতি মেনে দীর্ঘদিন ধরে কবিগান হয়ে আসছে মঙ্গলকোটের দেবগ্রামে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে শুক্রবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ মন্দির চত্ত্বরে বসে সেই কবিগানের আসর। যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে জগদ্ধাত্রী পুজো হল প্রধান উৎসব। উৎসব উপলক্ষ্যে সেখানে কয়েকদিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসে মেলা। আর এই কবি গানের বোল কাটাকাটি শুনতে এদিন দূরদূরান্তের বয়স্ক মানুষেরা সেখানে হাজির হন।