ইটাহার: ইটাহারের পাগলিমোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে ডিভাইডারে ধাক্কা, গুরুতর জখম দুই যুবক
নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে ডিভাইডারে ধাক্কা। গুরুতর জখম দুই যুবক। সোমবার পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের পাগলিমোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। জখম যুবকদের নাম দীপঙ্কর মণ্ডল ও প্রদীপ মণ্ডল। তাদের বাড়ি গাজোল থানার গোয়ালপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক বাইক নিয়ে মালদহ মুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ডিভাইডারে ধাক্কা মেরে জাতীয় সড়কে পড়ে ছিল। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুই জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।