নানুর: প্রধানমন্ত্রী'র জন্ম মাস উপলক্ষে আলিগ্ৰামে স্বেচ্ছায় রক্তদান শিবির; উপস্থিত- বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি
Nanoor, Birbhum | Sep 14, 2025 আগামী ১৯ শে সেপ্টেম্বর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সেই উপলক্ষে নরেন্দ্র মোদীর জন্ম সপ্তাহ ও মাস উপলক্ষে কীর্ণাহারের আলিগ্ৰাম প্রাথমিক বিদ্যালয়ে নানুর ১নং মণ্ডল বিজেপির পক্ষ থেকে ও স্থানীয় বিজেপির নেতা কর্মীদের উপস্থিত তে এবং স্থানীয়দের সহযোগিতায় আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির। ওই শিবিরে ২৬জন রক্তদাতা রক্ত দান করেন।উপস্থিত ছিলেন- বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল,নানুর ১নং মণ্ডল বিজেপির সভাপতি তাপস দাস বৈরাগ্য সহ অন্য।