ইংরেজবাজার: শান্তি ভারতী পরিষদের পূজোর থিম ভৈরব লোক! সপ্তমীর সন্ধ্যায় দর্শনার্থীদের ভিড়
মালদা শান্তি ভারতী পরিষদের এই বছরের পুজোর থিম ভৈরব লোক। কাল্পনিক শিবের আলয়। সোমবার সন্ধ্যা আনুমানিক ছটার পর থেকেই এই পুজো মন্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়তে দেখা যায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা মন্ডপে ভিড় জমান।