সাঁইথিয়া: সাঁইথিয়ার অগ্রণী সমাজ ক্লাবের পুজো মণ্ডপে দিল্লির লালকেল্লার ছোঁয়া
আর কয়েকট রাতের অপেক্ষা, তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজো। আর এবারের পুজোতে বিশেষ চমক নিয়ে আসছে বীরভূম জেলার সাঁইথিয়া শহরের অগ্রণী সমাজ ক্লাব। তাদের থিম—দিল্লির লালকেল্লা। ইতিমধ্যেই মণ্ডপের শেষ প্রস্তুতি তুঙ্গে, আর সেই রূপ দেখতে এখন থেকেই ভিড় জমিয়েছেন বহু মানুষ। আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এই থিম-ভিত্তিক পুজো মণ্ডপের। আলোক শয্যায় সেজে