কল্যাণী: কল্যাণীর বিভিন্ন এলাকায় চলছে পুজো উদ্বোধনের ধুম, চাঁদমারিতে মহিলা সমিতির পুজোর উদ্বোধন করলেন বিধায়ক
Kalyani, Nadia | Sep 28, 2025 কল্যাণীর বিভিন্ন এলাকায় চলছে পুজো উদ্বোধনের ধুম, রবিবার ষষ্ঠীতে দক্ষিণ চাঁদমারি মহিলা সমিতির পুজোর উদ্বোধন করেন বিধায়ক অম্বিকা রায়। অপরদিকে গয়েশপুর মিলন সংঘ ক্লাবের পুজোর উদ্বোধন করলেন পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জি। ইতিমধ্যেই কল্যাণীর পুজো কমিটিগুলির মণ্ডপে উপচে পড়ছে ভিড়। পঞ্চমী থেকেই বিভিন্ন পুজো মণ্ডপ গুলিতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। রবিবার আনুমানিক রাত সাড়ে নটা নাগাদ সেই ছবি উঠে এলো।