রাজ্য নেতৃত্বের নির্দেশে সারা রাজ্যজুড়ে বিজেপির শক্তিকেন্দ্রগুলিতে ‘পরিবর্তন সভা’র পথসভা আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার বিকেলে মালদার হবিবপুর–৩ নম্বর মণ্ডলের উদ্যোগে আকতৈল অঞ্চলের আকতৈল শক্তিকেন্দ্র–৪-এর অন্তর্গত কেন্দপুকুর বাজার সংলগ্ন দুর্গা মন্দির প্রাঙ্গণে একটি পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়।