চাঁচল ১: মহা ষষ্ঠীতে চাঁচল পুলিশের উদ্যোগে পুজো গাইড ম্যাপ উদ্বোধন, যান চলাচল ও নিরাপত্তায় বিশেষ নির্দেশিকা
মহা ষষ্ঠী সন্ধ্যায় চাঁচল মহকুমা পুলিশের পক্ষ থেকে পুজো গাইড ম্যাপের উদ্বোধন। মণ্ডপে ভিড় এড়াতে এবং পুজোর দিনে যানজট এড়াতে শহরের কোন কোন পথে নো-এন্ট্রি করা হয়েছে, কোন পথ ওয়ান-ওয়ে করা হয়েছে, কোথায় রয়েছে পুলিশ বুথ—সে সব এক ঝলকে বুঝতে সহায় হবে এই পুজা গাইড ম্যাপ। পাশাপাশি এক ক্লিকে পুজোর গাইড ম্যাপের স্কানারে ক্লিক করলে মিলবে হেল্পলাইন নম্বর। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে এই গাইড ম্যাপ এর উদ্বোধন করা হয়।