বরাবাজার: ধাতকিডি গ্রামের এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার অজগর সাপ, সুগনিবাসার জঙ্গলে ছাড়লো বনদপ্তরের কর্মীরা
বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বরাবাজার ব্লকের ধাদকিডি গ্রাম থেকে একটি অজগর সাপ উদ্ধার করল বরাবাজার বন দপ্তরের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায় ধাদকিডি গ্রামের স্বপন মাঝির বাড়িতে ঢুকছিল ছ ফুট লম্বা অজগর সাপটি । দেখতে পেয়ে লোকজন ডাকাডাকি করে স্বপন মাঝি। তারপর মশারি দিয়ে সাপটিকে ধরে ফেলেন, খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা সাপটির উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়।