রতুয়া ২: ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু মালদার শ্রমিকের, চাঁদপাড়া গ্রামে ফিরল নিথর দেহ
Ratua 2, Maldah | Sep 28, 2025 ফের ভিনরাজ্যে কাজে গিয়ে বাড়িতে কফিনবন্দী নিথর দেহ ফিরল মালদার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনায় রবিবার গভীর শোকের ছায়া নেমে এল মালদার রতুয়া-২নং ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের চাঁদপাড়া এলাকায়। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম সেখ বাইশি। বাড়িতে রয়ছে বাবা-মা, স্ত্রী সহ দুই নাবালক ছেলেমেয়ে।প্রায় আড়াইমাস আগে অন্ধ্রপ্রদেশে শ্রমিকের কাজ করতে যান। সেখানে তিনি এক ঠিকাদার সংস্থার অধীনে বিদ্যুতের কাজ করতে গিয়ে কুড়ি তারিখ দুর্ঘটনা হয়। ওরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।