কুলপি: ঢোলাতে CITU প্রতিবাদ সভাতে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করেন বেশ কিছু মানুষ
দক্ষিণ 24 পরগনা কুলপি ব্লকের ঢোলা থানা তে CITU প্রতিবাদ সভাতে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করেন বেশ কিছু মানুষ। তৃণমূলের দুর্নীতি রাহাজানি প্রতিবাদ করে শনিবার দিন বিকেলে প্রতিবাদ সভার মঞ্চে তৃণমূলের বেশ কিছু মানুষ এসে যোগদান করেন বলে জানা যায়।