তেহট্ট ২: কুলগাছি এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দু'জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো পুলিশ, উদ্ধার বন্দুক ও গুলি
পলাশীপাড়া থানার কুলগাছি এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো পলাশীপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে কুলগাছি ফুটবল মাঠে একটি গাড়ি নিয়ে বেশ কয়েকজন জড়ো হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পলাশীপাড়া থানার পুলিশ। ওই সময় পুলিশের গাড়ি দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা, ধাওয়া করে দুইজনকে গ্রেফতার করে পুলিশ, বাকিরা পালিয়ে যায়। ধৃত বুদ্ধদেব হালদার এবং সন্দীপ মন্ডল দুজনেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।