হবিবপুর: কৃষকদের সদস্যপদ ও সুবিধা নিয়ে আলোচনা মানিকোড়া কালীমন্দির প্রাঙ্গণে
নেস্থাম অর্গানাইজেশন ও হবিবপুর এফপিও-র উদ্যোগে আজ মানিকোড়া কালীমন্দির প্রাঙ্গণে এক কৃষক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিমাংশু কুমার দাস, কৃষি বিশেষজ্ঞ অসিত মাহাতো, বোর্ড সদস্য মনোতোষ রায় ও কুমারেশ সরকার। সভায় এফপিও-র সদস্যপদ গ্রহণ ও কৃষকদের জন্য বিভিন্ন সুবিধা—যেমন ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক প্রাপ্তি—নিয়ে আলোচনা হয়।