মাথাভাঙা ২: পারাডুবি সংলগ্ন এলাকায় পারাডুবি ব্যবসায়ী সমিতি ও হরিমন্দির কমিটির পুজোর শুভ উদ্বোধন হলো
মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের পারাডুবি সংলগ্ন এলাকায় পারাডুবি ব্যবসায়ী সমিতি ও হরিমন্দির কমিটির পুজোর শুভ উদ্বোধন করলেন রবিবার রাত আটটা নাগাদ প্রাক্তন শিক্ষক চঞ্চল বর্মন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা সহ নিমন্ত্রিত অতিথিগণ।আয়োজক কমিটির সদস্যরা জানান এদিন আনুষ্ঠানিকভাবে পুজোর শুভ উদ্বোধন করা হলো।পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।