মানবাজার ২: আঁকরো বড়কদম অঞ্চলের প্রতাপপুর গ্রামে বাইকে ধাক্কায় গুরুতর আহত মহিষ
বাইকের ধাক্কায় গুরতর আহত হলো একটি গবাদি পশু।শুক্রবার আনুমানিক সকাল ১০ টা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে বোরো থানার অন্তর্ভুক্ত আঁকরো বড়কদম অঞ্চলের প্রতাপপুর গ্রামে সামনে রাজ্য সড়কে।একটি বাইক সজোরে মহিষকে ধাক্কা দেয়।তবে এই দুর্ঘটনায় বাইক আরোহীর সেরকম কোন ক্ষতি হয়নি। পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বোরো থানার পুলিশ।