রতুয়া ১: নদী ভাঙ্গনে বিপর্যস্ত বিলাইমারির বাসিন্দারা প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসছে
Ratua 1, Maldah | Sep 22, 2025 সর্বত্রই তীব্র নদী ভাঙ্গন হয়েছে বিলাই মারি অঞ্চল জুড়ে। ভাঙ্গনে বহু পরিবার নিজেদের বাড়িঘর সহ সবকিছু হারিয়ে ফেলেছে। কোথায় যাবে কি করবে কোন কুল কিনারা না পেয়ে তীব্র ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সরকারি কাজের নামে টাকা লুটপাট করা হয়েছেন নেতারা আধিকারিকরা পকেটে ভরেছে এমনই অভিযোগ ভাঙ্গন বিধ্বস্ত পরিবার গুলির। সংসদ থেকে বিধায়ক সকলের বিরুদ্ধে ক্ষিপ্ত এলাকাবাসী। বহু পরিবার বাড়ি করে হারিয়ে অসহায় হয়ে পড়েছে।তাদের পুনর্বাসন দেওয়া হোক দাবি করছেন তারা।