শিশির সাথী ফাউণ্ডেশনের সম্পাদক তথা বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন,আগামী ১৩ জানুয়ারী থেকে চতুর্থ বর্ষ নীলপুর উত্সব শুরু হতে চলেছে এবার নীলপুরের ঘোষের মাঠে।তার আগে ১২জানুয়ারী স্বামীজীর জন্মদিনে নীলপুরে স্বামীজীর একটি মূর্তি উদ্বোধন করা হবে।একইসঙ্গে ওইদিন বর্ধমানের গোলাপবাগ মোড় থেকে পুলিশ লাইন প্রায় সাড়ে ছয় কিলোমিটার এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে।গোটা রাজ্যের প্রায় ১৫০০ যুবক যুবতী এই ম্যারাথনে অংশ নেবে