বিনপুর ১: ঠান্ডায় জুবুথুবু লালগড় সহ বিনপুর ১ ব্লক
ঠান্ডায় জুবুথুবু লালগড় তথা ঝাড়গ্রাম জেলা। মঙ্গলবার বিনপুর ১ ব্লকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৭ ও ১৪ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বমুখী। মঙ্গলবার রাতের দিকে জাঁকিয়ে ঠান্ডা অনুভত হয় বিনপু্র, লালগড় সহ বিনপুর ১ ব্লক জুড়ে। রাতের দিকে লালগড় এলাকায় দেখা যায় আগুন জ্বালিয়ে শীতের আমেজ উপভোগ করছেন এলাকাবাসীরা। পুনরায় শীতের আমেজে ব্লক জুড়ে।