দাসপুর ১: ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুরের বেলিয়াঘাটায় পথ দুর্ঘটনা,আহত ১
ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার বেলিয়াঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনা। আহত ১। জানা যাচ্ছে বৃহস্পতিবার রাত প্রায় দেড়টা নাগাদ ওই সড়কের বেলিয়াঘাটায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এক মাল বোঝাই ভ্যান। ঘাটালের দিক থেকে এক লরি এসে ওই মাল বোঝাই ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের চালক আহত হয়,তাকে উদ্ধার করে পাঠানো হয় চিকিৎসার জন্য। মাল বোঝাই ওই ভ্যান দুমড়ে মুচড়ে যায়।