কাঁকসা: দাঁসাই উৎসব উপলক্ষ্যে কাঁকসায় দেখা মিললো আদিবাসী মানুষদের,আদিবাসী নৃত্যের মাধ্যমে সকলকে করা হলো উৎসবের আমন্ত্রণ
প্রতি বছরের মত এবছরও দশমীর আগে দেখা মিললো কাঁকসার বিভিন্ন গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের।প্রতি বছর দশমীর দিনে তারা দাঁসাই উৎসব পালন করেন।পুজো আর্চার পাশাপশি তারা ওই দিন উৎসবে সকলে মেতে ওঠেন।তার আগে গ্রামে গ্রামে ঘিরে তারা আদিবাসী নৃত্যের মাধ্যমে সকলকে তাদের উৎসবে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো বের হন।প্রতি বছর ধরে এই একই রীতি চলে আসছে।এবছরও সেই রীতি মেনেই গ্রামে গ্রামে তাদের দেখা যায়।