চণ্ডীতলা ১: বৃদ্ধা বিধবার হারানো টাকায় ফের আলো — মানবিক নজির গড়ল চন্ডীতলা থানা
চন্ডীতলা থানার মানবিক উদ্যোগে জীবনযুদ্ধের ভরসা ফিরে পেলেন ৬৫ বছরের অসহায় বিধবা মেনকা দাস। গৃহপরিচারিকার কাজ করে একা দিন কাটানো এই বৃদ্ধা আজ সকালে চোখভরা হতাশা আর কাঁপা গলায় থানায় এসে জানান, তাঁর বয়স্ক ভাতার সঞ্চিত একমাত্র সম্বল—₹১১,৯৯৯—এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ‘ইনসিওরেন্স’-এর নামে কেটে নেওয়া হয়েছে। মেনকা দেবীর কথায়, তিনি কখনো কোনও ইনসিওরেন্সের জন্য আবেদন করেননি, সই করেননি,