খাতড়া: কালীপুজোর আনন্দে ঐক্যের ভোজ, শিকরাবাইদে দু’হাজার মানুষের পংক্তিভোজন
Khatra, Bankura | Oct 24, 2025 কালীপুজো উপলক্ষে পংক্তি ভোজ অনুষ্ঠিত হল খাতড়ায়। শিকরাবাইদ গ্রামের ষোলআনার উদ্যোগে এবং শতদল ক্লাবের সহযোগিতায় এই পংক্তি ভোজের আয়োজন করা হয়। প্রতিবছরই কালীপুজোকে কেন্দ্র করে এই সামাজিক ভোজের আয়োজন করা হয়, যেখানে উৎসবের আনন্দে সামিল হন স্থানীয় মানুষজন। শুক্রবার বিকেল চারটা পর্যন্ত চলে এই পংক্তি ভোজ। উদ্যোক্তাদের মতে, আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রায় দু’হাজার মানুষ এতে অংশগ্রহণ করেন।