ময়ূরেশ্বর ২: অমাবস্যা তিথিতে সিঙারি ক্ষ্যাপা বাবার আশ্রমে মহোৎসবের আয়োজন
রবিবার বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত সিঙারি ক্ষ্যাপা বাবার আশ্রমে পূজা অর্চনা সহ মহোৎসবের আয়োজন করলো ভক্তরা। প্রত্যেক বছরের মতো এ বছরও আমাবস্যার পুণ্য তিথিতে মহা ধুমধামের সাথে খ্যাপা বাবার পূজা অর্চনার পাশাপাশি মহাপ্রসাদের আয়োজন করল ওই আশ্রমের ভক্তরা। রবিবার দুপুরে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত সিঙারি ক্ষ্যাপা বাবার আশ্রমে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায়।