খোয়াই: বাইজাল বাড়ি নাকা পয়েন্টে একটি গাড়ি থেকে ৮০ কেজি গাজা সহ আটক ২
Khowai, Khowai | Oct 30, 2025 বাইজাল বাড়ি নাকা পয়েন্টে একটি গাড়ি থেকে ৮০ কেজি গাজা সহ আটক ২ এদিন সন্ধ্যা আটটার দিকে বাইজাল বাড়ি থানার ওসি যুগল ত্রিপুরার কাছে খবর ছিল আগরতলা থেকে TR01BM0450 নম্বরের একটি গাড়িতে করে খোয়াইয়ের উদ্দেশ্যে গাড়িটি আসছে। তখন নাকা পয়েন্টে ওত পেতে বসে থেকে গাড়িটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।