তুফানগঞ্জ ২: বারোকোদালী-১নং অঞ্চলের কাশিয়াবাড়ি বিজেপি কার্যালয় CAA সহায়তা বিষয়ক আলোচনা সভা
বারোকোদালী-১নং অঞ্চলের কাশিয়াবাড়ি বিজেপি কার্যালয় CAA সহায়তা বিষয়ক আলোচনা সভা।সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের ২ নং মন্ডলের কাশিয়াবাড়ি বিজেপি কার্যালয় CAA সহায়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়িকা মালতী রাভা রায় ছাড়াও বিজেপি নেতৃত্ব। মূলত SIR আবহে হিন্দু শরণার্থীদের CAA আবেদন করার কথা বলে আসছে বিজেপি নেতারা। সেই কারণে এদিন CAA সহায়তা সম্পর্কিত বিষয়ক আলোচনা সভা করেন তারা।