বালুরঘাট: ফতেপুর এলাকায় কারেন্টের শক খেয়ে মৃত্যু এক মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর
ফতেপুরে করুণ পরিণতি এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। সোমবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় রাজদীপ রায় (১৫)-এর। জানা গেছে, স্নানের সময় জলের মোটর চালু ছিল। হঠাৎ অসাবধানতাবশত মোটরে হাত পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। সোমবার দুপুর একটা নাগাদ মৃতদেহের ময়নাতদন্ত করা হয় বালুরঘাট পুলিশ মর্গে। আকস্মিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।