কল্যাণী: গয়েশপুর পৌরসভার উদ্যোগে গয়েশপুরে চেয়ারম্যান একাদশ বনাম আইসি একাদশ প্রীতি ফুটবল ম্যাচ
Kalyani, Nadia | Sep 14, 2025 আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের ব্যাপক সাফল্যে গয়েশপুর পৌরসভার উদ্যোগে গয়েশপুর বিবেকানন্দ সংগঠন ময়দানে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হলো রবিবার। গয়েশপুর পৌরসভার চেয়ারম্যান একাদশ বনাম কল্যাণী থানার আইসি একাদশ এই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন কল্যানি থানার আইসি দেবাশীষ পান্ডা, গয়েশপুর পুলিশ ফাঁড়ি র ভারপ্রাপ্ত আধিকারিক জয় দাস গয়েশপুর পৌরসভার পৌর প্রতিনিধিরা সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা।