পটাশপুর ২: হসপিটালে শিশু মৃত্যু কাণ্ডে পুলিশকে মারধরের ঘটনায় এগরা থানার পুলিশ গ্রেফতার করলো দুজনকে
পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা মহকুমা হসপিটাল এর শিশু মৃত্যু কাণ্ডে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২ |গত সাত দিন আগে আলমগিরি বাসিন্দা তপন প্রধান দুই মাসের সন্তানকে অসুস্থতার জন্য ভর্তি করেন আজ সকালে সেই শিশুর মৃত্যু হয়। চিকিৎসার গাফিলতি অভিযোগ তুলে শিশুর পরিবার বিক্ষোভ দেখালে হসপিটালে কর্তব্যরত পুলিশ কর্মী একটি বাজে মন্তব্য গিয়ে উত্তাল হয়ে ওঠে বিক্ষোভকারীরা পুলিশ কর্মীকে মারধর করে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে এগরা থানার পুলিশ |