কালীগঞ্জ: রেল কর্তৃপক্ষের লাল ব্যানার, নিষিদ্ধ যাতায়াত! পলাশি স্টেশনে ঝুঁকিপূর্ণভাবেই রেললাইন পারাপার করছেন রেল যাত্রীরা
Kaliganj, Nadia | Nov 15, 2025 কালিগঞ্জের পলাশী রেলওয়ে স্টেশন এ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ফুট ওভার ব্রিজের দাবি করে আসছে। কিন্তু এ বিষয়ে কর্ণপাত করছে না কর্তৃপক্ষ। মূলত পলাশী রেল স্টেশনের পশ্চিম প্রান্ত দিয়ে সর্বাধিক মানুষ যাতায়াত করেন, রেললাইন পেরিয়ে এক নম্বর প্লাটফর্মে যেতে হয় টিকিট কাটতে। কখনো কখনো দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকে মালগাড়ি বা ট্রেন, তারপরে ঝুঁকি নিয়ে রেলগাড়ি নিচে দিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষের। শনিবারও দেখা গেল দুর্ভোগের সেই ছবি, ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত।