কাঁকসা: প্রাচীন যুগের ইতিহাস বহন করে লোহাগুড়ি গ্রামে আজও কামান দেগে হয় সন্ধি পুজো,এবার ৩২৫ বছরে পদার্পন করলো সরকার বাড়ির পুজো
প্রাচীন যুগের ইতিহাস বহন করে আজও কামান দেগে হয় বলি প্রথা কাঁকসার এই পুজো বাড়িতে।এলাকা সূত্রে জানা গিয়েছে,সামন্ত যুগের রাজাদের অস্ত্রশস্ত্র তৈরির অন্যতম কেন্দ্র ছিল কাঁকসার জঙ্গলমহলের লোহাগুড়ি এলাকায়। এখনও নাকি সেখানে তোপ দাগা হয়।তবে সেটা দুর্গাপুজোর সময়। লোহাগুড়ির সরকার পরিবারের দুর্গাপুজো প্রায় ৩২৫ বছরের প্রাচীন। আজও সেই পুজো ইতিহাস বহন করে চলেছে।প্রাচীন রীতি মেনে অষ্টমীর সন্ধিক্ষণে তোপ দেগেই শুরু হয় সন্ধিপুজো।