খানাকুল ১: স্বনির্ভর করতে মহিলাদের ছাগল বিতরণ ব্লক ও পঞ্চায়েত সমিতির
স্বনির্ভর করতে মহিলাদের ছাগল বিতরণ আরামবাগ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে সোমবার ব্যাকবেঙ্গল ছাগল বিতরণ প্রকল্পের ছাগল তুলে দেওয়া হয় মহিলাদের হাতে।জানা গেছে,আরামবাগ ব্লকের ১০ পঞ্চায়েতের ১০টি গোষ্ঠীর মহিলাদের ১০টি করে মোট ১০০ টি ছাগল বিতরণ করা হয়।আগামী দিনেও এই কর্মসূচি চলবে বলে জানা যায়।উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার,সহ সহ-সভাপতি,পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ কর্মাধক্ষ্য সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষরা।