শীতলকুচি: খেংচি কাচারিঘাট এলাকায় ব্রিজ না থাকায় নৌকা দিয়ে পারাপার বাসিন্দাদের দুর্ভোগ দুই পাড়ের সাধারণের
সোমবার গোসাইরহাট অঞ্চলের অন্তর্গত খেংচি কাচারিঘাট এলাকায় নৌকো দিয়ে পারাপার। জানা যায় গত বছর মাল বোঝাই লড়ি ব্রিজে উঠলে ভেঙে পড়ে পুরনো ব্রিজ তারপরে সেই ব্রিজের পাশে নতুন ব্রিজের কাজ শুরু হয় কিন্তু ব্রিজের কাজে শুরু হওয়ার পর বর্ষা নামায় ব্রিজের কাজ অসম্পূর্ণ থেকে যায় সেই পরিপ্রেক্ষিতে ব্রিজ না থাকায় প্রতিদিন নৌকা করে পারাপার করে বাসিন্দারা ফলে ভোগান্তির শিকার হন দুই পারের বাসিন্দারা। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান কনক বর্মন বলেন অতি দ্রুত কাজ শুরু হবে।