খড়গপুর ১: খড়গপুরে বিজেপি কার্য্যালয়ে বিজেপি কর্মিকে জুতো পেটা বিজেপির মহিলা কাউন্সিলরের, থানায় অভিযোগ আক্রান্ত কর্মীর
খড়্গপুর শহরের ৩১ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে প্রবেশ করে ওই ওয়ার্ডেরই বিজেপি নেতা অশোক সিং-কে জুতো মারার অভিযোগ উঠল। ইতিমধ্যেই সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন আক্রান্ত ওই বিজেপি কর্মী অশোক সিং। আশোকের দাবি, একজন হকারকে বসানোর জন্য ১০ হাজার টাকা চেয়েছিলেন মমতা। তার প্রতিবাদ করার জন্যই দলীয় কার্যালয়ে প্রবেশ করে তাঁকে মারধর করেন মমতা। ঘটনা ঘিরে শোরগোল খড়্গপুর শহরে।