হলদিয়া: হলদিয়া বন্দরের জমিতে নতুন লিকুইড ন্যাচারাল গ্যাস অর্থাৎ এলএনজি টার্মিনালের ভার্চুয়াল শিলান্যাস করল প্রধানমন্ত্রী
হলদিয়া শালুকখালিতে বন্দরের জমিতে নতুন লিকুইড ন্যাচারাল গ্যাস অর্থাৎ এলএনজি টার্মিনালের শিলান্যাস হল। ২৬০ কোটি টাকা ব্যয়ে হুগলি নদীর তীরে শালুকখালিতে ওই প্রকল্প গড়বে একটি বেসরকারি সংস্থা। শনিবার গুজরাটের ভাবনগর বন্দর থেকে ওই প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শালুকখালির ওই জমিতে প্রায় ১৪ বছর আগে ডক টু প্রকল্পের শিলান্যাস হয়েছিল। দেড় দশক ধরে টালবাহানার পর ওই প্রকল্প বাতিল করে বন্দর কর্তৃপক্ষ।