তেলিয়ামুড়া: এক ব্যাংক গ্রাহক মহিলার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে গোলাবাড়ি স্থিত CSC সেন্টারের মালিকের উপর
এক ব্যাংক গ্রাহক মহিলার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে গোলাবাড়ি স্থিত সিএসসি সেন্টারের মালিক তাপস সরকারের উপর। মহিলা থানায় অভিযোগ করলে বুধবার রাত 7 টা 30 মিনিট নাগাদ তাপস সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। জিজ্ঞাসাবাদে সে স্বীকারও করে বলে জানা যায় তেলিয়ামুড়া থানা সূত্রে।