ভগবানপুর ১: নিন্মচাপের অতি বর্ষণে কেলেঘাইয়ের নিন্ম অববাহিকায় বন্যা পরিস্থিতিতে বিশেষ নজর প্রশাসনের,আজ নাঙ্গলকাটায় বলেন উপপ্রধান
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর -১ব্লকের উপর দিয়ে বয়ে গেছে কেলেঘাই। নিন্মচাপের অতি বর্ষন এবং ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে কেলে ঘাইয়ের নিন্ম অববাহিকায় জল স্তর বেড়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সমগ্র পরিস্থিতির উপর নজর দাড়ি রেখেছে স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসন। এক সাক্ষাৎকারে বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশিষ্ট সমাজসেবী সৌরভ কান্তি বেরা বলেন আমরা পঞ্চায়েত এবং প্রশাসন বিশেষ নজরদারী রেখেছি। কেউ আতঙ্কিত হবেন না