দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বকে পাশে সরিয়ে রেখে সাংগঠনিক ঐক্যের বার্তা দিল তৃণমূল কংগ্রেস। সোমবার বড়ঞা ব্লক দক্ষিণ তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের ডাকে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সম্প্রতি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভিশ্বদেব কর্মকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহে আলম। তবে সোমবার সেই দ্বন্দ্ব ভুলে দলের স্বার্থে এক মঞ্চে বসে সাংগঠনিক আলোচনায় অংশ নেন দুই নেতৃত্ব।