ভারতীয় জনতা পার্টি বান্দোয়ান মন্ডল ২ এর অন্তর্গত বরাবাজার অঞ্চল বিজেপির এক সাংগঠনিক বৈঠক আয়োজিত হল বরাবাজারের একটি বেসরকারি লজে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি জনার্দন সিংহ মোদক ছাড়াও একাধিক মন্ডল নেতৃত্ব এবং বরাবাজার অঞ্চল বিজেপির কার্যকর্তা এবং কর্মীরা।