বর্ধমান ১: বালি বোঝাই ১টি ট্রাক বাজেয়াপ্ত সহ উচালন থেকে গ্রেপ্তার ট্রাকটির চালক শেখ পারভেজ,ধৃতের ২দিনের পুলিশি হেপাজত
বালি পাচারে জড়িত থাকার অভিযোগে ট্রাকটির চালক শেখ পারভেজকে গ্রেফতার করা হয়েছে। বীরভূমের সিউড়ি থানার বিদ্যাপুরে তার বাড়ি। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে উচালনের দিক থেকে ট্রাকটি একলক্ষ্মীর দিকে যাচ্ছিল। ট্রাকটিকে আটকায় পুলিশ। বালির বৈধ কোনও কাগজপত্র ট্রাকটির চালক দেখাতে পারেনি বলে পুলিশের দাবি। অবৈধ খাদান থেকে বালি তুলে তা চড়া দামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিশ। ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে