ঠাকুরপুকুর-মহেশতলা: বাটানগর আমরা সবাই সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির দুর্গাপূজায় বিশেষ চমক উপছে পড়ছে দর্শনার্থীদের ভিড়
মহেশতলা বাটানগর আমরা সবাই সর্বজনীন দুর্গোৎসব কমিটির ১৮ তম বর্ষে পদার্পণ করলো। এবারের ভাবনা স্বামীজীর চোখে ভারতবর্ষ। স্বামীজীর যে বড় সৃষ্টি বেলুড়মঠ সেই বেলুড়মঠের আদলেই তৈরি করা হয়েছে এই মন্ডপ। এই মন্ডপের প্রবেশদ্বারে রয়েছে স্বামীজীর মূর্তি সেই স্বামীজীর মূর্তিতে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি চলছে। এবং এখানে মা দুর্গার মূর্তি বেলুড় মঠের আদলেই