ধর্মনগর: এ.পি.জে. আব্দুল কালাম স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে পূর্ব ফুলবাড়িতে আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়
পূর্ব ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুরু হচ্ছে এ.পি.জে. আব্দুল কালাম স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। আয়োজন করেছে পূর্ব ফুলবাড়ি যুবকরা। খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। আগামী ৫ অক্টোবর থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে। অংশগ্রহণকারী দলগুলোকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি দলের ৫,০০০ টাকা এন্ট্রি ফি চুড়াইবাড়ি বাজারের ব্যবসায়ী ইকবাল কাশেমের দোকান দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।