মঙ্গলকোট: সারাভারত কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের তরফে একাধিক দাবিদাওয়া নিয়ে মঙ্গলকোটের কৈচর-২ পঞ্চায়েতে স্মারকলিপি প্রদান করা হল
সারাভারত কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের তরফে একাধিক দাবিদাওয়া নিয়ে মঙ্গলকোটের কৈচর-২ পঞ্চায়েতে মঙ্গলবার স্মারকলিপি প্রদান করা হল। কৃষকদের ফসলের সহায়ক মূল্য প্রদান, মাসিক ১০ হাজার টাকা কৃষি পেনশন চালু করা, গরীবদের সমস্ত রকম ঋণ মকুব করা, শ্রমকোড বাতিল, স্মার্ট মিটার চালু না করা সহ বিভিন্ন দাবিতে এদিন আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ সরব হন সংগঠনের নেতারা। উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা কমিটির সহ-সভাপতি দুর্যোধন সর সহ অনান্যরা।