ঘাটাল: নতুন রাস্তা ঢালাই হচ্ছে কিন্তু নজর নেই পুরনো রাস্তা গুলিতে, ঘাটালের ১৭ নম্বর ওয়ার্ডে সিপিআইএমের পোস্টার
নতুন রাস্তা ঢালাই হয়ে যাচ্ছে কিন্তু ওয়ার্ড এর পুরনো রাস্তা গুলি বেহাল অবস্থা, তৃণমূল কাউন্সিলর জবাব দাও। এমনই দাবি তুলে পোস্টার ঘাটার পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে। ড্রেন সহ পুরনো রাস্তা গুলি তৈরির দাবিতে ওয়ার্ড এর বিভিন্ন জায়গায় পোস্টার গুলি লাগানো হয়েছে সিপিএমের তরফে।