জামবনি: জামবনি ব্লকের রাঙ্গামেটিয়াতে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করলেন ঝাড়গ্রামের জেলা শাসক
শুক্রবার জামবনি ব্লকের রাঙ্গামেটিয়াতে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করলেন ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্খা ভাস্কর। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ঝাড়গ্রাম জেলায় চারটি ভ্রাম্যমাণ চিকিৎসা যানের উদ্বোধন হয়। জামবনি ব্লকের লালবাঁধ অঞ্চলের রাঙ্গামেটিয়া গ্ৰামে সেই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পরিদর্শনে এদিন দুপুর নাগাদ এসে পৌঁছান জেলা শাসক। এছাড়াও ছিলেন জামবনি ব্লকের বিডিও দেবব্রত জানা, বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা সহ অন্যান্যরা।